২০১৯ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া। ভারত দেখিয়ে দিয়েছিল ভারত বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারে। কিন্তু এবারে নাকি ফল উল্টোই হবে। অস্ট্রেলিয়াই ফেভারিট হিসাবে মাঠে নামবে। অন্তত এমনটাই মত অজি প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়র। স্টিভ বলেছেন, “সিরিজে অস্ট্রেলিয়াই আমার মতে ফেভারিট। আমরা এখানের পিচ সম্পর্কে জানি। আর দিন-রাতের টেস্ট তো ভারতের কাছে এখনও নতুন ব্যাপার। বিরাট কোহালি যে ভাবে চ্যালেঞ্জ নিয়েছে তাতে অবশ্য আমি খুশি। বিশ্বের সেরা দল হতে গেলে অ্যাওয়ে টেস্টও যতটা সম্ভব বেশি জিততে হবে।”
click and follow Indiaherald WhatsApp channel