বিধানসভা ভোটের আগে, গত ১৯ ফেব্রুয়ারি কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে ৭৬ গ্রাম মাদক-সহ পুলিশ গ্রেফতার করে বিজেপি-র যুবনেত্রী পামেলাকে। একই সঙ্গে গ্রেফতার করা হয় পামেলার সঙ্গী সোমনাথকেও। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংহের নাম। তাঁকে বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করে পুলিশ। রাকেশ অন্য রাজ্যে গা ঢাকা দেওয়ার পরিকল্পনায় ছিলেন বলে পুলিশ সূত্রে দাবি। সেই থেকে জেলবন্দি অবস্থাতেই ছিলেন পামেলা। এরই মাঝে জামিন পান রাকেশ। শেষ পর্যন্ত সাড়ে ৯ মাস বাদে জামিন পেলেন পামেলা। একই সঙ্গে জামিন পেয়েছেন তাঁর সঙ্গী সোমনাথও।

অন্যদিকে, দিল্লিতে আজ তৃণমূলের সব সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠকের পর কংগ্রসের সঙ্গে দূরত্ব বজায় রাখার বার্তা দিয়েছেন অভিষেক। ওই বৈঠকে দলের সব সাংসদকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল দলের তরফে। কিন্তু আজকের ওই বৈঠকে হাজির ছিলেন না বেশ কয়েকজন তৃণমূল সাংসদ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল। এমনটাই সূত্রের খবর। দিল্লিতে আজ তৃণমূলের সংসদীয় কমিটির ওই বৈঠকে ছিলেন না চৌধুরি মোহন জাটুয়া, সদ্য তৃণমূলে যোগ দেওয়া লুইজিনহো ফেলেইরো, মিমি চক্রবর্তী, নুসরত জাহানের নেতা সাংসদ। তৃণমূল সূত্রে খবর, নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে শোকজ নোটিস পাঠাচ্ছে দল। অন্যদিকে, অসুস্থ থাকায় বৈঠকে যেতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন জাটুয়া এবং ফেলেইরো দলের কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারবেন না বলে জানিয়ে দেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: