ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই-র হাতে গ্রেফতার হলেন ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ( ডিআরআই )-এর অতিরিক্ত ডিরেক্টর জেনালের ( এডিজি ) চন্দ্রশেখর। তিনি বর্তমানে লুধিয়ানায় ডিআরআই-র এডিজি পদে কর্মরত । এক মিডলম্যানের মাধ্যমে তিনি ২৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ । ওই মিডলম্যানকেও গ্রেফতার করা হয়েছে ।
সিবিআই সূত্রের খবর, জেরায় ওই মিডলম্যানই জানিয়েছেন, ঘুষের টাকা তিনিই পৌঁছে দিয়েছিলেন চন্দ্র শেখরের হাতে। মিডলম্যানের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই চন্দ্র শেখরকে গ্রেফতার করা হয়েছে।
তবে যে পরিমাণ ঘুষ চন্দ্র শেখরকে দেওয়া হয়েছিল বলে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে, সিবিআই অফিসারদের ধারণা, ঘুষের পরিমাণ তার চেয়ে অনেকটাই বেশি ছিল। তবে টাকাটা হয়তো এক বারে না দিয়ে কয়েকটা কিস্তিতে চন্দ্র শেখরকে দেওয়ার কথা ছিল। তার মধ্যে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল একটি কিস্তিতে।
click and follow Indiaherald WhatsApp channel