১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে কোভিড টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এর মধ্যেই নতুন তথ্য সামনে এলো। দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা গিয়ে পৌঁছোল ২ লক্ষ ৯৫ হাজারে। একদিনের আক্রান্তের সংখ্যা দেখলে, তারতেই নয়, বিশ্বেও সর্বোচ্চ বলে জানা যাচ্ছে। শুধু দৈনিক সংক্রমণই নয়, একদিনের মৃত্যুর সংখ্যাতও রেকর্ড গড়ল ভারত। বুধবার দেশে এই প্রথম একদিনে মৃত্যু ২ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের। কোভিড ১৯ ভাইরাস দেশে এখনও অবধি প্রাণ কেড়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের। বুধবার দেশে ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন দৈনিক আক্রানত্ সহ দেশে এখন অবধি মোট আক্রান্ত হলেন ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। মোট আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

অন্যদিকে, সিরাম ইনস্টিটিউট জানিয়ে দিল, তারা রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড টিকা বিক্রি করবে ৪০০ টাকায়। কেন্দ্র অবশ্য প্রতি ডোজ টিকা পাবে আগের নির্ধারিত মূল্য অর্থাৎ ১৫০ টাকাতেই। অন্য দিকে বেসরকারি হাসপাতালগুলিকে প্রতি ডোজ টিকা কিনতে হবে ৬০০ টাকায়। সিরাম ইনস্টিটিউটের দাবি, বিদেশে যা দাম তার থেকে অনেক কম দামে টিকা দিচ্ছে তারা। সংস্থার দাবি, বিদেশে প্রতি ডোজ টিকার দাম সাড়ে ৭০০ থেকে দেড় হাজার টাকা। সরকারের নতুন নীতি অনুযায়ী, টিকার অর্ধেক ডোজ কেন্দ্রের জন্য মজুত করে রেখে বাকি অর্ধেক রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির মধ্যে ভাগ করে দিতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হলে দৈনিক প্রায় ১২ লক্ষ অতিরিক্ত ডোজের প্রয়োজন পড়বে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই অনেক রাজ্য টিকার ঘাটতির অভিযোগ করেছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: