বাংলা এবার বিশ্ব দরবারে । বাংলার শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোর রেড রোড কার্নিভাল আগামী বছর থেকে অংশ নিতে চলেছে ইউনেস্কো। সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শ্রেষ্ঠ উৎসবের স্বীকৃতির পর এবার মিলতে পারে বিশ্বের শ্রেষ্ঠ উৎসব এর স্বীকৃতি, এমনই দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে বিশ্ব বাংলার সেরা পুজো পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই খুশির খবর শোনালেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সভাগৃহ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন ‘আগামী বছর ইউনেস্কে পুজো কার্নিভালে যোগ দিচ্ছে। ইউনেস্কো দুর্গাপুজোকে শ্রেষ্ঠ উৎসব হিসেবে নিচ্ছে। বিশ্ববাংলা কার্নিভালের কোনও জবাব হবে না। আমি এটা শুনলে খুশি হব, যেদিন সারা পৃথিবীতে সবাই বলবে, বাংলার দুর্গাপুজোই বিশ্বের সেরা উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেকগুলো কার্নিভাল হয়। কিন্তু আমরা চার বছরে তাক লাগিয়ে দিয়েছি। এ কথা বলতে গেলে আমার গায়ে কাঁটা দেয়। আমি বাংলাকে বিশ্বের সেরা হিসেবে দেখতে চাই।’
শুধু বাংলার ঐতিহ্য দুর্গাপুজো নয়, বাংলার গৌরব, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন  জানিয়ে বাংলার গৌরবের কথা বলেছেন তিনি। সেই প্রসঙ্গে নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন ‘অভিজিৎকেও অভিনন্দন জানাচ্ছি। তাঁর স্ত্রী-ও নোবেল পেয়েছেন একসঙ্গে। এ তো ডাবল সেঞ্চুরি। এর আগেও অমর্ত্য সেন নোবেল পেয়েছেন। মাদার টেরিজা পেয়েছেন। অথচ বলা হয়, কলকাতা নাকি একজনও বিজ্ঞানীকে তৈরি করতে পারে না!’
তিনি আরো বলেছেন ‘যখন দেখি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে উচ্ছেদ করে কেউ কোনও অবগুণ্ঠনের মধ্য দিয়ে নিজেদের গুঞ্জন গাইতে শুরু করেন, তখন খুব খারাপ লাগে। আমাদের বাংলা এরকম নয়। আমি এখনও বলি নাসা থেকে ভাষা, বাংলা ইজ দি টপ অফ দি টপ। যত বিজ্ঞানী বের করুন, আইটি কিংবা নাসাই বলুন, সব জায়গায় রয়েছে বাংলার ছেলেমেয়েরা। কিন্তু সেটাকে দেখে হিংসা করলে হবে না। হিংসাকে আরও বর্ধিত করে। আর ভালবাসা মানুষকে অনেক বড় করে। আগামী দিনে আমি দেখতে চাই, আমাদের ছেলেমেয়েরা সারা বিশ্বের সবটাই জয় করে আনবে।’
একদিন বাংলা ছেলেমেয়েরা সারা পৃথিবী কে জয় করবে এমনই এক বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


మరింత సమాచారం తెలుసుకోండి: