সইফ আলি খানের কন্যা সারা আলি খানের সঙ্গে কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বিস্তর গুঞ্জন বলিউডে। এরই মধ্যে রিলিজ হতে চলেছে তাঁদের মুভি ‘লভ আজ কাল’। প্রসঙ্গত, কেরিয়ারের শুরুর দিকে সইফ আলি খানের সঙ্গে 'কফি উইথ করণ'-এ হাজির হয়েছিলেন সারা আলি খান। যেখানে বিভিন্ন মজাদার প্রশ্নের উত্তর দিয়েছিলেন সইফ। সেখানে সইফকে করণ প্রশ্ন করেন সারার বয়ফ্রেন্ডকে তিনি ঠিক কী কী প্রশ্ন করবেন। উত্তরে সইফ মজা করে বলেন, '' টাকা থাকলে এখনই নিয়ে যাও।'' বাবার এমন আজব উত্তরে সারা তৎক্ষণাৎ জবাব ছিল, ''এটা এক্কেবারেই ঠিক নয়। এটা খুব খারাপ।''
click and follow Indiaherald WhatsApp channel