বান্ধবী অনীশা মালহত্রার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাজ কাপুরের দৌহিত্র আরমান জৈন। পেশাগতভাবে অনীশা একজন মডেল ও ফ্যাশন ব্লগার। তাঁদের বিয়েতে বলিউডি তারকাদের উপস্থিতিতে যেন চাঁদের হাট বসেছিল।
আরমানের মা রীমা, রাজ কপূরের মেয়ে। মামাবাড়ির ধারা অনুসরণ করে আরমানও এসেছিলেন অভিনয়ে। তাঁর একমাত্র ছবি ‘লে কর হম দিওয়ানা দিল’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। কিন্তু বক্স অফিসে সফল হয়নি। এরপর আর কোনও ছবিতে অভিনয় করেননি রাজ কপূরের এই দৌহিত্র।
স্বভাবতই আরমানের বিয়েতে উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর মামাবাড়ি, কপূর পরিবারের। এসেছিলেন করিশ্মা ও করিনা কপূর এবং তাঁদের বাবা রণধীর কপূর।
রণধীর কপূরকে দেখা যায় তাঁর মা নীতু কপূর এবং বিশেষ বান্ধবী আলিয়া ভট্টের সঙ্গে।
স্ত্রী সুনীতা এবং মেয়ে সোনমকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করেন অনিল কপূর। সপরিবারে উপস্থিত ছিলেন সঞ্জয় কপূরও।
কালো শেরওয়ানিতে শাহরুখ এবং রূপোলি পোশাকে তাঁর স্ত্রী গৌরী ছিলেন পার্টির মধ্যমণি।
চিরসুবজ রেখা ক্যামেরার সামনে ধরা দেন ভারী কাঞ্জিভরম এবং কুন্দনের গয়নার চেনা সাজেই।
রবিনা টন্ডন এবং তাঁর স্বামী অনিল থাডানি এ দিনের পার্টির জন্য বেছে নেন কালো রঙের পোশাক।
ফ্লোরাল গাউনে সবার নজর কেড়ে নেন সোহা আলি খান। স্ত্রীর পোশাকের সঙ্গে রং মেলানো শেডে সেজেছিলেন সোহার স্বামী কুণাল খেমুও।
কিয়ারা আডবাণী বেছে নিয়েছিলেন রুপোলি জরির কাজ করা মেরুন লেহঙ্গা।
ফিকে সবুজ রঙের শাড়িতে স্নিগ্ধ রূপে সবার মাঝে অন্যরকম সাজে ধরা দেন রানি মুখোপাধ্যায়।
মালাইকা অরোরা বরাবরের মতো এখানেও স্টাইলিশ। বয়ফ্রেন্ড অর্জুন কপূরের হাত ধরে লেন্সবন্দি হন আলোকচিত্রীদের।
পার্টিতে চাঙ্কি পাণ্ডেকে দেখা যায় মেয়ে অনন্যার সঙ্গে।
অভিষেক, ঐশ্বর্যা এবং নাতনি আরাধ্যার সঙ্গে অমিতাভ বচ্চন গিয়েছিলেন আরমান-অনীশার বিয়ের পার্টিতে।
আরমান-অনীশার বিয়ের রিসেপশনের আমন্ত্রিতদের মধ্যে ছিলেন অন্য জগতের বিশিষ্টরাও। স্ত্রী নীতা, ছেলে অনন্ত এবং অনন্তর বান্ধবী রাধিকার সঙ্গে উপস্থিত ছিলেন মুকেশ অম্বানী
click and follow Indiaherald WhatsApp channel