ইরাকের ওপর ইরানের হামলায় ক্ষতির দাবি কে নস্যাৎ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তিনি বলেছেন, মঙ্গলবার রাতে ইরানের হামলায় তাদের সেনাবাহিনীর কোনও ক্ষতি হয়নি। এমনকি যে দেশে তাদের সেনাঘাঁটি ,সেই ইরাকের কোনও জনগণেরও মৃত্যু হয়নি। মঙ্গলবার ব্যালেস্টিক মিসাইল হামলার পর ইরান দাবি করেছিল অন্তত ৮০ জন আমেরিকার সেনার মৃত্যু হয়েছে সেই হামলায়।
এদিন আমেরিকার প্রেসিডেন্ট তিনি আরো বলেন, যতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন, ততদিন ইরান পারমানবিক অস্ত্র ব্যবহার করতে পারবে না। তিনি দাবি করেন, মঙ্গলবারের রাতে ইরানের হামলায় তাদের কোনও ক্ষতি হয়নি। তাদের কোনও ক্ষতি হয়নি। তাদের কোনও প্রাণহানি হয়নি। তাদের সব সেনা সুরক্ষিত আছেন। আমেরিকা প্রেসিডেন্টের দাবি ,মিলিটারি বেসের সামান্য ক্ষতি হয়েছে।
আইএসআইএসকে ইরানের সাধারণ শত্রু বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, তাদেরকে ধ্বংস করাটা ইরানের পক্ষে ভাল। দুপক্ষের একসঙ্গে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন,আমেরিকা অনেক হাইপারসনিক মিসাইল তৈরি করেছে। আমেরিকা বড় সামরিক বাহিনী এবং সরঞ্জাম রয়েছে,তবে তার মানে এই নয়, এটিকে ব্যবহার করতে হবে।
click and follow Indiaherald WhatsApp channel