ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে রয়েছেন লোকেশ রাহুল। শনিবার ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা ছিল তাঁর। শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পরে রাহুলের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন সৌরভ। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন রাহুল। দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চোট পেয়েছিলেন তিনি। চিকিৎসা করাতে যেতে হয়েছিল জার্মানিতে। সেখান থেকে ফিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছিলেন ভারতীয় ক্রিকেটার। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট খেলতে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) টিম ইন্ডিয়া এসেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ব্রিটিশভূমে সফল সফর শেষ করে ধাওয়ান অ্যান্ড কোং এসেছে ত্রিনিদাদে। ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে তাঁর ওপেনিং পার্টনার ধাওয়ানের হাতে। জানা যাচ্ছে ইংল্যান্ড থেকে ধাওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে বিসিসিআই-এর (BCCI) খরচ হয়েছে ৩.৫ কোটি টাকা! এমনটাই রিপোর্ট এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। এখন প্রশ্ন কেন এই বিরাট অঙ্কের টাকা বিমানের জন্য ব্যয় করেছে বিসিসিআই? ওই রিপোর্টে বলা হয়েছে, "বিসিসিআই চার্টাড বিমান বুক করেছিল ৩.৫ কোটি টাকায়। গত মঙ্গলবার দুপুরে ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অফ স্পেনে এসেছে টিম ইন্ডিয়া। কোভিডের জন্য চার্টাড বিমান বুক করা হয়নি যদিও। আসলে বাণিজ্যিক বিমানে ১৬ সদস্যের ভারতীয় দল, সাপোর্ট স্টাফ ও প্লেয়ারদের স্ত্রীর জন্য টিকিট বুক করা সমস্যাজনক ছিল। বাণিজ্যিক বিমান বুক করলে এই খরচ হত ২ কোটি টাকার কাছাকাছি। ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অফ স্পেনে আসার জন্য, বিজনেস ক্লাসের টিকিট পড়ত ২ লক্ষ টাকা করে। চার্টাড বিমানের খরচ অনেক বেশি ঠিকই। কিন্তু এটাই বেছে নেওয়া যুক্তিসঙ্গত মনে হয়েছে। প্রথম সারির ফুটবল দলগুলির এখন চার্টার বিমান রয়েছে।"

మరింత సమాచారం తెలుసుకోండి: