দক্ষিণী ছবিতে
দাপিয়ে অভিনয় করছেন ২০১০ সালে। তারপর বলিউডে ব্রেক মেলে ২০১৩ সালে। পরে শ্রেষ্ঠ
নবাগত অভিনেত্রীর পুরষ্কার এসেছে তার ঝুলিতে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের
পর এক হিট ছবি। দুটি ছবি অবশ্য সেভাবে দাগ কাটতে পারেনি। তবে সম্প্রতি মিশন মঙ্গল
ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু তাঁর এই জার্নিটা সহজ ছিল না। বলিউড
ব্যাকগ্রাউন্ড থেকে না আসায় অনেক বাধাই তাঁকে পেরতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে
হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন এক অজানা কাহিনি। তিনি
বলেন, “প্রযোজকরা আমাকে
নিতে চাইছিলেন না কেন জানেন? তাঁরা মনে করতেন পাঁচটি দৃশ্যে অভিনয় করেই আমি তাঁদের ছবিকে
সুপারহিট বানিয়ে দেব। কিন্তু বাস্তবে তা অসম্ভব। তাঁরা মনে করতেন আমি অপয়া। আমার
কর্মক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতেন তাঁরা। ভয় হত। খুব ভয় হত। কিন্তু ঈশ্বরকে
অশেষ ধন্যবাদ। ওই কথাগুলো আমায় খুব একটা প্রভাবিত করেনি।”
অন্যদিকে, গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই, এবার সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। ১৯৮২ সালের সুপার হিট ছবি সত্তে পে সত্তার রিমেক করতে চলেছেন বলিউড পরিচালক ফারহা খান। জানা গিয়েছে অমিতাভ-হেমার জায়গায় নাকি হৃত্বিক রোশন ও দীপিকা পাডুকোনকে বেছে নিয়েছেন ফারাহ খান। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে রঞ্জিতা কউরের চরিত্রে দেখা যেতে পারে প্রীতি জিন্টাকে। ইতিমধ্যে এই প্রস্তাব প্রীতি জিন্টার কাছে পৌঁছেছে বলেই খবর। এবং তিনি এই প্রস্তাবে যথেষ্ট খুশি। তবে হ্যাঁ করেছেন কি না এখনও তা জানা যায়নি। একটি মুখ্য চরিত্রে অনুষ্কা শর্মার অভিনয়ের কথা শোনা যাচ্ছে। তবে প্রকৃতপক্ষে কে কে এই রিমেকে অভিনয় করছে সে বিষয়ে কনফার্ম কিছু জানা যায়নি। তবে ঋত্বিক ও দীপিকার অভিনয় করার কথা প্রায় কনফার্ম বলেই জানা গিয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel