বলিউডে অন্যতম ভার্সেটাইল অভিনেতা রণবীর সিং। সেই কারণে পরিচালকদের পছন্দের তালিকায় তিনি বরাবরই টপ লিস্টে। শোনা যাচ্ছে, সাঙ্গীতিক কাহিনি 'বৈজু বাওয়ারা'। এই ছবিতে প্রধান চরিত্রের জন্যে সঞ্জয় তাঁর প্রিয় অভিনেতা রণবীর সিং-এর নামই ভেবেছেন। এই নিয়ে নাকি রণবীরের সঙ্গে চূড়ান্ত কথাও সেরে ফেলেছেন বনশালী। এর আগে তিনটি ছবিতে সঞ্জয়ের সঙ্গে কাজ করেছেন রণবীর। সেই তালিকায় রয়েছে 'Goliyon Ki Rasleela: Ramleela, 'Bajirao Mastani এবং Padmaavat.
click and follow Indiaherald WhatsApp channel