আজ ব্রজ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। পাশাপাশি আজ আকাশ মেঘলাই থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, দুই ২৪পরগণা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতা এই সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার এই জেলা গুলির বেশ কিছু জা়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। ওড়িশা উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এর জন্যই আগামী চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, দশ মাস আগে দক্ষিণ দমদমের জমা জলে বাতিস্তম্ভে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরীর মৃত্যুর ঘটনার পরে জয়েন্ট বক্সের ঢাকনা টেপ দিয়ে ঢেকে দিয়েছিল পুরসভা। কিন্তু ওই ঘটনার পরে চলতি বর্ষাতেও দক্ষিণ দমদম পুর এলাকায় বেশ কিছু জায়গায় জয়েন্ট বক্সের ঢাকা খোলা বা ঢাকা না থাকার ছবি দেখা গিয়েছে। কলকাতা পুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনার পরে নড়ে বসেছে দক্ষিণ দমদম পুরসভা। এ বার পুর এলাকার প্রতিটি বাতিস্তম্ভের গোড়া থেকে ৭-৮ ফুট উচ্চতা পর্যন্ত টেপ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এর আগে শুধু জয়েন্ট বক্সের অংশটুকুই ঢাকা হয়েছিল। পুরসভা সূত্রের খবর, তার পরেও দেখা যায়, কিছু জায়গায় ওই ঢাকা চুরি হয়ে যাচ্ছে। বাসিন্দাদের একাংশের কথায়, লোহার ঢাকনাগুলি চুরি হয়ে যাওয়ায় সমস্যা বেড়েছে। বছরভর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নজরদারি চালালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঠেকানো সম্ভব হবে বলে মত তাঁদের। পুরসভা সূত্রের দাবি, ইতিমধ্যেই এই নজরদারি বাড়ানো হয়েছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: