তিনি এখন বলিউডের সুপার হিট গানের কুইন। প্রায় বেশির ভাগ সুপার হিট গানই সম্প্রতি তাঁর কন্ঠ থেকেই বেরচ্ছে। আবার একটি ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনেও তিনি। তিনি সুন্দরী গায়িকা নেহা কক্কর। সম্প্রতি এই রিয়েলিটি শোতে শাদি সিজন স্পেশাল’ পর্বে এক প্রতিযোগী রণবীর কপূর এবং অনুষ্কা শর্মা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির জনপ্রিয় গান ‘চান্না মেরেয়া’ গাইতে শুরু করেন। সেই প্রতিযোগীর গাওয়া শেষ হলে আচমকাই মাইক হাতে ‘চান্না মেরেয়া’ গাইতে শুরু করে দেন নেহা। গলায় যেন আবেগ ঝরে পড়ছে। চোখের কোনও চিকচিক করে উঠল গায়িকার। মনে পড়ে গেল প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাটান সেই সব আনন্দের মুহূর্ত গুলোর কথা?
হিমাংশ কোহালির সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রায় এক বছর হতে চলল। নেহা কক্কর এখনও ভুলতে পারেননি তাঁকে? তাই কি রিয়েলিটি শোয়ের মঞ্চে ‘চান্না মেরেয়া’গাইতে গিয়ে নেহার চোখ ভরে উঠল জলে?
View this post on Instagram@spotifyindia 🥰🙏🏼 #NehaKakkar #Gratitude #TopFemaleArtist #NehuDiaries #PuchdaHiNahin
click and follow Indiaherald WhatsApp channel