উত্তম কুমার,আবির চট্টোপাধ্যায়,যিশু সেনগুপ্ত,অনির্বাণ ভট্টাচার্য কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়দের পর এবার বাঙালির অন্যতম আইকনিক গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সির ভূমিকায় অভিনয় করেছেন টলিপাড়ার অন্যতম সেরা অভিনেতা দেব।বরাবরই নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন চ্যালেঞ্জ ছবির তারকা।তাই ব্যোমকেশ হওয়ার চ্যালেঞ্জটাও সাদরে গ্রহণ করেছেন তিনি।অভিনয় করেছেন বিরসা দাশগুপ্তের পরিচালনায় ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিতে। আর এই নতুন জার্নিতে দেব পাশে পেয়েছেন তাঁর বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্রকে।ছবির সত্যবতী তিনিই।পাশাপাশি রয়েছেন ব্যোমকেশের সঙ্গী অজিত বন্দ্যোপাধ্যায়ও।যে চরিত্রে ধরা দিতে চলেছেন ছোটপর্দা এবং বড়পর্দার জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য।এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত,শান্তিলাল মুখোপাধ্যায়,সত্যম ভট্টাচার্য। বাংলার বেশ কিছু শহরের পাশাপাশি ঝাড়খন্ডের প্রত্যন্ত অঞ্চলেও ও চলেছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য-এর শ্যুটিং। গতমাসেই ব্যোমকেশের শ্যুটিং পর্ব মিটিয়েছেন দেব-রুক্মিণী-অম্বরীশরা। প্রাক স্বাধীনতাযুগের দেশভাগের প্রেক্ষাপটে এই টানটান থ্রিলার ফিল্মের চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। খুব শীঘ্রই যে ব্যোমকেশ ও দূর্গ রহস্য ছবির টিজার আসছে,ছবির প্রি-টিজার প্রকাশ্যে এনে এমনটা মাসের শুরুতেই জানিয়ে ছিলেন সুপারস্টার দেব।গতকালই তারকা সোশ্যাল মিডিয়া মারফত জানিয়ে দেন,সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার বিকেলেই আসবে ব্যোমকেশ ও দূর্গ রহস্য-এর টিজার।শেষ পর্যন্ত মুক্তি পেল ছবির টিজার।বড়পর্দায় দেবের চরিত্রে ব্যোমকেশ দর্শকের মন করতে পারেন কিনা এখন সেটাই দেখার।
click and follow Indiaherald WhatsApp channel