প্রচণ্ড জনপ্রিয় টেলিভিশনের ধারাবাহিক কৃষ্ণকলি। সেখানে শ্যামা সবার পছন্দ। কিন্তু ধারাবাহিকে নতুন মোড়। সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ারও করেছে কর্তৃপক্ষ। সেখানে একেবারে ঘরোয়া লুকে নয়, একেবারে আধুনিকা রূপে দেখা গিয়েছে শ্যামাকে অর্থাৎ অভিনেত্রী তিয়াসা রায়কে। সম্প্রতি, Zee বাংলার ফেসবুক পেজে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের নতুন একটি প্রমো শেয়ার করা হয়েছে। যেখানে ধরা পড়েছে শ্য়ামার নতুন চেহারা। প্রমোতে দেখা যাচ্ছে, শ্যামার স্বামী নিখিল কিছুতেই স্ত্রীর মৃত্যুর কথা বিশ্বাস করতে চাইছেন না। শ্যামার স্মরণসভায় তাঁর ফটোতে লাগানো মালা ছুঁড়ে ফেলে দিতে দেখা যাচ্ছে নিখিলকে। সে কোনওভাবেই মানতে নারাজ শ্যামা আর নেই। তারপরই গাড়িতে যেতে যেতে নিখিলের চোখে পড়ে বাইক চড়ে আসা অবিকল শ্যামার আধুনকা মহিলাকে। তবে কি এই সেই শ্যামা? তবে এর উত্তর মিলবে ধারাবাহিকের পরবর্তী পর্যায়।
View this post on Instagram
click and follow Indiaherald WhatsApp channel