অন্যদিকে, বুধবার অর্থাৎ আজ সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থা এখন স্থিতিশীল। স্বাভাবিক কথাবার্তাও বলছেন তিনি। জ্বর নেই তাঁর। বা নতুন করেও জ্বর আসেনি আর। তবে বুকে সামান্য সর্দি জমে রয়েছে। ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধের সঙ্গেই জিঙ্কঅক্সাইড ও ভিটামিন-সি দেওয়া হচ্ছে সৌরভকে। এদিন সকালের খাবারও খেয়েছেন তিনি। আজ বা আগামিকালের মধ্যেই কল্যাণী থেকে সৌরভের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট চলে আসার কথা। তারপরেই সৌরভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। গতকালই ‘দাদা’র খোঁজ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। রাজ্য সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করা হয়েছিল। ‘বিগ বি’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ব্যক্তিগত ভাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে মেসেজ করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
click and follow Indiaherald WhatsApp channel