সাইবার অপরাধের সংখ্যা কর্মশই বাড়ছে, সেই সঙ্গে অনলাইন ব্যাঙ্ক জালিয়াতির ঘটনাও পাল্লা দিয়ে বাড়ছে। এই অবস্থায় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা ভীষণ জরুরী। তাই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এসবিআই-এর তরফে নেটমাধ্যমে সতর্ক করা হয়েছে। দেখে নেওয়া যাক, কী বলা হয়েছে সেখানে-  • নেটমাধ্যমে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য কখনও প্রকাশ করবেন না। • টিকাকরণ শংসাপত্র বা অন্য কোনও ধরনের শংসাপত্রের ছবি নেটমাধ্যমে দেবেন না। • ভাল করে না চিনে কাউকে অনলাইনে টাকা পাঠাবেন না। • কোনও লিংক সম্পর্কে ভাল করে না জেনে, সেই লিংক-এ ক্লিক করবেন না। • ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য কাউকে বলবেন না। • ভুল তথ্য দেওয়া মেসেজ সম্পর্কে সাবধান থাকুন।

পাশাপাশি সাইবার বিশেষজ্ঞরা আরও কয়েকটি বিষয়ে সাবধানতা অবলম্বনের কথা বলেছেন। যেমন, ডেবিট বা ক্রেডিট কার্ডের ছবি তুলে ফোনে রাখবেন না। ফোনের বা কম্পিউটারের ব্রাউজারে ব্যাঙ্কের পাসওয়ার্ড সেভ করবেন না। ফোনের ভিতরে কোথাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য লিখে রাখবেন না। এটিএম কার্ডের পিন নম্বরটি ফোনের কোথাও লিখে রাখবেন না। ওটি মনে রাখুন শুধু। কোনও অচেনা অ্যাপ ফোনে ডাউনলোড করবেন না।ফোনের বা কম্পিউটারের ব্রাউজারে ব্যাঙ্কের পাসওয়ার্ড সেভ করবেন না। ফোনের ভিতরে কোথাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য লিখে রাখবেন না। এটিএম কার্ডের পিন নম্বরটি ফোনের কোথাও লিখে রাখবেন না। ওটি মনে রাখুন শুধু। কোনও অচেনা অ্যাপ ফোনে ডাউনলোড করবেন না।

మరింత సమాచారం తెలుసుకోండి: