হায়দরাবাদে অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তানকে টপকে গিয়েছে ভারত। ২০২২ সালে ২১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। এক বছরে টি-টোয়েন্টিতে এত ম্যাচ জিততে পারেনি কোনও দল। এর আগে ২০২০ সালে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল পাকিস্তান। এত দিন সেটাই ছিল রেকর্ড। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিতরা। ২০২০ সালে ২৯টি ম্যাচ খেলে ২০টি জিতেছিল পাকিস্তান। চলতি বছর ভারতও খেলেছে ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ। এই রেকর্ডের ব্যবধান অনেক বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে ভারতের। কারণ, এর পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রোহিতরা। তার পর অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, আরও অনেক ম্যাচ জেতার সুযোগ রয়েছে তাঁদের সামনে।

অন্যদিকে, লর্ডসকে রাঙিয়ে দিয়ে দেবীপক্ষের দিন ধরেছিলেন বিমান। আশা করা গিয়েছিল বঙ্গতনয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ভিড় উপচে পড়বে। হলও তাই। এই মুহুর্তে বঙ্গ ক্রিকেটের সবথেকে বড় আইকনকে সম্মান জানাতে, একবার চর্মচক্ষে দেখতে সোমবারের বিমানবন্দরে কাতারে কাতারে ভিড়। কর্মব্যাস্ত সোমবার কাজকর্ম শিকেয় তুলে ঝুলনের জন্যই অপেক্ষা করছিল। গতকাল বিকেলের দিকে লন্ডন থেকে দুবাইয়ের বিমানে ওঠেন তিনি। সোমবার সকালে পৌঁছালেন কলকাতা। রবিবার ইংল্যান্ডের লর্ডসে খেলে ফেলেছেন তাঁর শেষ ম্যাচ। ২০ বছরের বর্ণময় কেরিয়ার শেষে অবশেষে কলকাতায় ফিরলেন তিনি। আর তাঁকে স্বাগত জানাতে ভিড় কলকাতা বিমানবন্দরে। বিমাবন্দরে ঝুলানকে বরণ করতে হাজির অনুর্ধ্ব ১৫ দলের ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন সিএবি-র কর্মকর্তা এবং প্রাক্তন মহিলা ক্রিকেটার এবং তাঁর প্রাক্তন সতীর্থরা।

మరింత సమాచారం తెలుసుకోండి: