পুরো দেশের রাজ্যরাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর।রাজ্যসভায় তৃনমূল কর্মীরা অয়াকআউট করলেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন মন্তব্য করেননি।অবশেষে মঙ্গলবার তিনি মুখ খুলেছেন। তিনিকাশ্মীরের গ্রেফতার হওয়া নেতা নেত্রীদের জন্য উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন ‘‘ওরা কেউ জঙ্গি নন, গণতন্ত্রের স্বার্থেই ওঁদের মুক্তি দেওয়া উচিত’’।
সোমবারেই ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়েছেন।এর বিরোধিতা করে অধিবেশন থেকে ওয়াকআউট করেন তৃনমূল বিধায়করা।ফলে বিলের বিপক্ষেও ভোট দেননি তাঁরা।
এবার এই বিষয়ে তৃনমূল নেত্রীর বক্তব্য ‘‘এই প্রস্তাবের পক্ষে আমরা ভোট দিতে পারি না। সমস্ত রাজনৈতিক দল এবং কাশ্মীরবাসীর সঙ্গে আমাদের কথা বলা উচিত। আপনারা (কেন্দ্র) যদি স্থায়ী কোনও সমাধানসূত্রে পৌঁছতে চান, তাহলে সব পক্ষের সঙ্গে কথা বলা উচিত।’’
রবিবার রাতে গৃহবন্দি করা হয়েছিল দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি-সহ উপত্যকার মূল দলগুলির শীর্ষ নেতাদের। আর ৩৭০ ধারা বিলোপের পর ওমর-মেহবুবা-সহ অনেককেই গ্রেফতার করে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁদের নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন ‘‘ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিদের বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। সরকারের কাছে আমার আবেদন, ওঁরা যেন নিজেদের বিচ্ছিন্ন না ভাবে। ওঁরা কেউ জঙ্গি নন। গণতন্ত্রের স্বার্থেই ওঁদের মুক্তি দেওয়া উচিত।’’
click and follow Indiaherald WhatsApp channel