এলাকার বিজেপি
নেত্রী। ডেসিগনেশনে মহিলা মোর্চার উপসভাপতি। নাম সরোজ নন্দিনী পাণ্ডে। কমিউনিটি
হেল্থ সেন্টারে এসেছিলেন তাঁর মেয়েকে দেখাতে। মেয়ের বয়স বছর সতেরো হবে। চিকিতসকরা
তাঁর মেয়ের স্বাস্থ্য পরীক্ষা করে দেখে বলেন, ইনজেকশন দিতে হবে।
ঘটনার সূত্রপাত তারপর থেকেই। চিকিতসকরা জানান, ইনজেকশন নিতে পনোরো নম্বর ঘরে যেতে হবে। কথা মতো যানও তিনি। সেখানে গেলে নার্সরা তাঁকে ১৪ নম্বর ঘরে যেতে বলেন। তখনই বাধে বিপত্তি। একথা শুনে মেজাজ সপ্তমে চড়ে যায় ওই বিজেপি নেত্রীর। শুরু হয় কথা কাটাকাটি। প্রায় ঘন্টা খানেকের মতে চলে তর্কাতর্কি। হঠাতই এক নার্সকে চড় মারেন বিজেপি নেত্রী সরোজ নন্দিনী পাণ্ডে। সঙ্গে সঙ্গে ওই বিজেপি নেত্রীর গলা চেপে ধরেন ওই নার্স।
গোটা ঘটনায় স্তম্ভিত হাসপাতাল। এই ঘটনা ঘটেছে যোগী রাজ্যে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায়। এবং নিন্দার ঝড় উঠেছে।
ছবি -প্রতীকী ছবি
এলাকার বিজেপি নেত্রী। ডেসিগনেশনে মহিলা মোর্চার উপসভাপতি। নাম সরোজ নন্দিনী পাণ্ডে। কমিউনিটি হেল্থ সেন্টারে এসেছিলেন তাঁর মেয়েকে দেখাতে। মেয়ের বয়স বছর সতেরো হবে। চিকিতসকরা তাঁর মেয়ের স্বাস্থ্য পরীক্ষা করে দেখে বলেন, ইনজেকশন দিতে হবে।
ঘটনার সূত্রপাত তারপর থেকেই। চিকিতসকরা জানান, ইনজেকশন নিতে পনোরো নম্বর ঘরে যেতে হবে। কথা মতো যানও তিনি। সেখানে গেলে নার্সরা তাঁকে ১৪ নম্বর ঘরে যেতে বলেন। তখনই বাধে বিপত্তি। একথা শুনে মেজাজ সপ্তমে চড়ে যায় ওই বিজেপি নেত্রীর। শুরু হয় কথা কাটাকাটি। প্রায় ঘন্টা খানেকের মতে চলে তর্কাতর্কি। হঠাতই এক নার্সকে চড় মারেন বিজেপি নেত্রী সরোজ নন্দিনী পাণ্ডে। সঙ্গে সঙ্গে ওই বিজেপি নেত্রীর গলা চেপে ধরেন ওই নার্স।
গোটা ঘটনায় স্তম্ভিত হাসপাতাল। এই ঘটনা ঘটেছে যোগী রাজ্যে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায়। এবং নিন্দার ঝড় উঠেছে।
click and follow Indiaherald WhatsApp channel