নিজের ৬২ বছরের জন্মদিনের ছবিগুলি বুধবার গভীর রাতে পোস্ট করেছিলেন নীতু নিজেই। ঘরোয়া পার্টি, সামান্যই আয়োজন। লোক বলতে পরিবারের কয়েকজন, ছেলে রণবীর এবং কর্ণ জোহর। ছবিতে এক কোণে দাঁড়িয়ে রয়েছেন কর্ণ। ফ্রেমে 'কোনঠাসা', নজর এড়ায়নি নেটাগরিকদের। আর এর পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু ব্যাপক ট্রোলিং। এক জন যেমন লিখেছেন, ‘‘পড়লাম, আপনার নাকি চরম হতাশা হয়েছে, কই মুখ দেখে তো মনে হল না।’’ আর একজনের বক্তব্য, তার মানে সবটাই নাটক’?
click and follow Indiaherald WhatsApp channel