৩৭০ ধারা বাতিলের পর দুই মাস কাটার পর দুই দিন আগেই ট্যুরিস্ট দের জন্য খুলে দেওয়া হয় কাশ্মির। আর ফের সন্ত্রাস হানায় কেঁপে উঠল শ্রীনগর। সন্ত্রাসের আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছে ভূস্বর্গকে । আশঙ্কাকে সত্যি করে জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসহানা।
আজ শনিবার শ্রীনগরে একটি বাজার এলাকা লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা হঠাৎই গ্রেনেড ছোঁড়ে। ওই গ্রেনেড হামলার জেরে কমপক্ষে সাত জন আহত  হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে আবার তিন সাধারণ নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গ্রেনেড হামলায় আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 জম্মু ও কাশ্মীরের কঠোর নিরাপত্তা সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটেছে। গত ৫ অগাস্ট ওই রাজ্য থেকে কয়েক দশকের পুরনো বিশেষ সুযোগসুবিধাগুলি বাতিল করার ঘোষণা করে, তারপর থেকেই থমথমে ছিল গোটা উপত্যকা। জম্মু ও কাশ্মীরকে কড়া নিরাপত্তাবেষ্টনীতে মুড়ে একরকম অবরুদ্ধ অবস্থায় রেখে দিয়েছে সরকার। তবে দুই মাসেরও বেশি সময় পর পরিস্থিতি আয়ত্ত্বে এসেছে মনে করে আজ অর্থাৎ শনিবারই সরকার ঘোষণা করে যে আগামী সোমবার থেকে জম্মু ও কাশ্মীরে পোস্টপেইড মোবাইল সংযোগগুলি ফের চালু করা হবে। এর আগে সেখানকার ল্যান্ডলাইনগুলোও চালু করে প্রশাসন। কিন্তু আশঙ্কাকে সত্যি করেই স্বাভাবিক জীবনে ফেরার মুহূূর্তেই শ্রীনগরে হয়ে গেল এই সন্ত্রাসহানা‌। সন্ত্রাস হানা ভূস্বর্গে,আহত৭; আশঙ্কাজনক ৩


Find out more: