ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহানে খুব ভালো খেলেছিল। ও বরাবরই দলের প্রধান ব্যাটারদের মধ্যে এক জন। খারাপ খেলায় বাদ পড়েছিল। নিজের ভুল শুধরে আবার দলে ফিরেছে। দক্ষিণ আফ্রিকা সফরে রাহানেকে দরকার পড়বে আমাদের।’
রাঠৌর আরও বলেন, 'ফেরার পর থেকে রাহানে খুব ভাল খেলছে। শরীরের খুব কাছ থেকে ও শট খেলে। দেরিতেও খেলে। ফলে শেষ পর্যন্ত বলের উপর নজর থাকে। নেটেও খুব ভাল অনুশীলন করছে রাহানে। ওকে নিয়ে আমাকে আলাদা করে সময় কাটাতে হয় না। আশা করছি নিজের ফর্ম রাহানে বজায় রাখবে।'
অফ ফর্মের জন্য দল থেকে বাদ পড়তে হয়েছিল অজিঙ্ক রাহানে। ১৮ মাস পর দলে কামব্যাক করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেন রাহানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৯ এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন অজিঙ্ক।
click and follow Indiaherald WhatsApp channel