বুধবার জাল টিকা-কাণ্ড নিয়ে মমতা বলেছিলেন, ‘‘বিজেপি-র লোকজনের সঙ্গেও প্রতারকদের ছবি আছে হয়তো। খুঁজলেই পাওয়া যাবে। আগামী দিনে নিশ্চয়ই বেরোবে।’’ আর তার পরেই ছবি প্রকাশ করে দেবাঞ্জন-কাণ্ডে রাজ্যপালকেও জড়াল তৃণমূল। তার ২৪ ঘণ্টা পরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) জোড়া ছবি দেখালেন। একটিতে দেবাঞ্জনের দেবের (Debanjan Deb) পাশে তাঁর নিরাপত্তা রক্ষী। অন্যটিতে ওই নিরাপত্তা রক্ষীকে দেখা যাচ্ছে সস্ত্রীক রাজ্যপালের পিছনে। সংবাদ মাধ্যমকে একটি ছবি দেখিয়ে সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন,'ভুয়ো টিকাকাণ্ডের প্রতারক দেবাঞ্জনের ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে তার নিরাপত্তা রক্ষী। তাঁর নাম অরবিন্দ বৈদ্য। সে-ও ভুয়ো কিনা বলতে পারব না।' তার পর আর একটি ছবি দেখান তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বলেন,'এটা চিনতে পারেন কিনা দেখুন তো! ওই নিরাপত্তারক্ষী কাদের পিছনে দাঁড়িয়ে আছে? মাননীয় রাজ্যপাল ও তাঁর আত্মীয়দের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছেন দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষী।'

অন্যদিকে,  বিধিনিষেধ ১ জুলাই থেকে শিথিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাস-অটো চালু হয়েছে। লোকাল এবং মেট্রো এখনও চলছে না। ইতিমধ্যেই লোকাল ট্রেন চালানোর দাবি করেছেন দিলীপ, লকেটরা। এবার রেলমন্ত্রীকে একই মর্মে চিঠি দিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। টুইটারে চিঠি যোগ করে তিনি লিখেছেন,'পশ্চিমবঙ্গে খামখেয়ালি লকডাউন চলছে। বাস চলছে অথচ লোকাল ট্রেন ও কলকাতা মেট্রো বন্ধ। যাত্রীরা নিদারুণ কষ্টের সম্মুখীন এবং উপার্জনশূন্য।'

మరింత సమాచారం తెలుసుకోండి: