অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জিতলেও শেষ ম্যাচে হারের ধাক্কার পাশাপাশি জরিমানার বোঝা টিম ইন্ডিয়ার। স্লো-ওভার রেটের জন্য এই জরিমানা বিরাট কোহলিদের।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হল ভারতের। চলতি সফরে এই নিয়ে দ্বিতীয় বার বিরাট কোহালির দলকে জরিমানা দিতে হল এই কারণে। এর আগে সিডনিতে প্রথম একদিনের ম্যাচেও মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল ভারতের। সেই ম্যাচ চলেছিল ৮ ঘন্টা ধরে। সফরের ষষ্ঠ ম্যাচে এই দ্বিতীয় বার ঠিক সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হল ভারত। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন এই সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু খতিয়ে দেখা গিয়েছে ভারত নির্ধারিত সময়ে ১ ওভার কম করেছিল। আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুসারে ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে’। 

మరింత సమాచారం తెలుసుకోండి: