নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতে টি২০ সিরিজে ৫-০ হোয়াইট ওয়াশ করার বদলার সিরিজ শুরু করেছে কিউইরা। এককথায় ঘুরে দাঁড়িয়েছে তারা। আবার প্রথম ওয়ান ডে-তে পাহাড় প্রমাণ রান করেও ভারতকে হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে। এরপরই ভারতকে তীব্র কটাক্ষ করেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটর শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘‘ভারতের এই শিক্ষার দরকার ছিল। হতশ্রী ক্রিকেট খেলে ওয়ানডে জেতা সম্ভব নয়। গড়পরতা দলের মতো দেখিয়েছে ভারতকে। টি টোয়েন্টিতে ৫-০ হারের পরে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। এই ধরনের হার যে কোনও দলের কাছেই হতাশাজনক। কিন্তু ওরা দারুণ ভাবে ফিরে এসেছে। ভারতকে এ বার চরিত্র দেখাতে হবে।’’
click and follow Indiaherald WhatsApp channel