আসন্ন আইএসএল-এ (ISL) লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কাদের হাত ধরে মাঠে নামবে? এই প্রশ্নের উত্তর চলে এল। সব ঠিক থাকলে ইস্টবেঙ্গলের সঙ্গে জুড়তে চলছে  বিশ্ববন্দিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নাম (Manchester United)! মঙ্গলবার কার্যত এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। ইনভেস্টার জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি সৌরভেরও দারস্থ হয়েছিল ইস্টবেঙ্গল। এবার ব্যাট হাতে ময়দানে সৌরভ। ইংল্যান্ডের বহু পুরনো ক্লাবের হাত ধরতে পারে বাংলার লাল-হলুদ। দুই দলের মধ্যে যে কথা হচ্ছে তা নিশ্চিত করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের হাত ধরেই দুই দলের মধ্যে মদ্ধস্ততা হতে পারে। মঙ্গলবার সৌরভ বললেন, “হ্যাঁ কথা হচ্ছে। শুধু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নয়, আরও অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তবে এই সব কিছু নিয়ে এখনই বলার মতো কিছু হয়নি। আগামী ১০-১২ দিনের মধ্যে জানা যেতে পারে কী হতে চলেছে।” ইস্টবেঙ্গল এর আগে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে কথা বলছিল। কিন্তু সেই চুক্তি হয়নি। হওয়ার সম্ভাবনাও প্রায় নেই। সৌরভ জানিয়েদেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোনও বিনিয়োগকারী হিসাবে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হবে না। তিনি বললেন, “ওরা মালিক হিসাবেই ক্লাবে আসতে পারে।” তবে এই বিষয় নিয়ে খুব বেশি কথা বলতে চাননি সৌরভ। একটি ধূপ বিপণন সংস্থার অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন সৌরভ। সেখানেই তিনি ইস্টবেঙ্গল দলের সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যুক্ত হওয়ার ব্যাপারে কথা বলেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: