দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯১৩ জন। লকডাউনও হতে পারে মহারাষ্ট্রে। এমন অবস্থায় ইনদওর, হায়দরাবাদের মতো শহরের মাঠকে তৈরি রাখার ভাবনা বিসিসিআই-এর। মুম্বইয়ে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের জন্য। দলগুলোকে এখনও পর্যন্ত হায়দরাবাদে যাওয়া নিয়ে কোনও কথা বলা হয়নি বলেই জানিয়েছে তারা। এ বারের আইপিএল হওয়ার কথা চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ, কলকাতা, বেঙ্গালুরু এবং দিল্লিতে। মুম্বইয়ে যদি লকডাউন হয় তবে সেখান থেকে ম্যাচ সরানো হতে পারে।

অন্যদিকে, চোদ্দদশ আইপিএল (IPL) শুরু হতে হাতে আর ঠিক পাঁচ দিন বাকি। তার আগেই এল রীতিমতো চাঞ্চল্য়কর খবর! মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮ জন কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এল। এবারের আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই (BCCI) যে ৬টি ভেন্যু বেছে নিয়েছে তার মধ্য়ে রয়েছে ওয়াংখেড়েও। আরব সাগরের তীরবর্তী শহর ফের একবার করোনার ধাক্কায় ধুঁকছে। প্রতিদিনই সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্য়েই মাঠ কর্মীদের করোনা আক্রান্তের খবর! স্পোর্টসস্টার-এর প্রকাশিত রিপোর্ট বলছে ওয়াংখেড়ের ১৯ জন মাঠ কর্মীরই গত সপ্তাহে আরটি-পিসিআর  (RT-PCR) পরীক্ষা করা হয়েছে। জানা যাচ্ছে যে, গত ২৬ মার্চ তিনজনের ও গত ১ এপ্রিল আরও পাঁচজনের করোনা সংক্রামিত হওয়ার খবর মিলেছে।প্রসঙ্গত, গতবছর মহামারির থাবায় ভারত থেকে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে সরাতে বাধ্য় হয়েছিল বিসিসিআই।

మరింత సమాచారం తెలుసుకోండి: