অন্যদিকে, নবরাত্রি শুরু হয়েছে। নবরাত্রি উপলক্ষে কে কে উপোস করছেন বলে ফেসবুক হ্যান্ডেলে অনুরাগীদের প্রশ্ন করেন কঙ্গনা। বলিউড অভিনেত্রী ওই স্টেটাসের পরই তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর মেহন্দি রেজা নামে ওড়িশার এক আইনজীবী কঙ্গনাকে ধর্ষণের হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে চর্চা শুরু হতেই, নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে হুমকি মেসেজটি সরিয়ে ফেলেন মেহন্দি রেজা। এরপরই ওড়িশার ওই আইনজীবী দাবি করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। সেই কারণেই ওই ধরনের অশ্লীল মেসেজ তাঁর নাম করে অভিনেত্রীকে পাঠানো হয়। যদিও কঙ্গনার তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।
click and follow Indiaherald WhatsApp channel