সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ১০০টি ম্যাচে জয়ের রেকর্ড স্পর্শ করল ভারত। পাশাপাশি টিম ইন্ডিয়া খেলার তিন ফর্ম্যাটেই ১০০টি ম্যাচে জয়ের নজির গড়ে ফেলল। শুক্রবার ইডেন গার্ডেনে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয় পায় ভারত। শুক্রবার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। কোহলি (৪১ বলে ৫২), ঋষভ পন্ত (২৮ বলে ৫২), এবং বেঙ্কটেশ আইয়ারের (১৮ বলে ৩৩) সৌজন্যে ১৮৬ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৮ রানে ম্যাচটি জিতে যায় ভারত। সেই সঙ্গে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১০০টি ম্যাচে জয়ের নজির গড়ে ফেলল তারা।

অন্যদিকে, তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার। তাই বিসিসিআই-এর কাছে নাকি ছুটি চেয়েছিলেন বিরাট কোহলী ও ঋষভ পন্থ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ছুটি পেয়েছেন তাঁরা। ইডেনে রবিবার তৃতীয় টি২০ ম্যাচের আগেই বাড়ি ফিরলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান উইকেটরক্ষক। জানা গিয়েছে, কোহলী ও পন্থকে ১০ দিনের ছুটি দিয়েছে বোর্ড। তার পরেই ফের জৈবদুর্গের মধ্যে ঢুকে পড়তে হবে তাঁকে। শুক্রবার আনন্দবাজার অনলাইন জানিয়েছিল, ২৪ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে টি২০ সিরিজ শুরু হতে চলেছে তাতে সম্ভবত খেলবেন না কোহলী। তিনি বাড়ি ফিরে যাওয়ার পরে সেই সম্ভাবনা আরও বাড়ল। সম্ভবত ৪ মার্চ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের দলে ফিরবেন কোহলী ও পন্থ।

మరింత సమాచారం తెలుసుకోండి: