আরামবাগে আক্রান্ত হওয়ার পর স্ত্রী সুজাতার পাশে দাঁড়ালেন না বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বললেন, 'এটা মানুষের মতের বহিঃপ্রকাশ'। এদিন ভোটগ্রহণ চলাকালীন সেখানকার একটি বুথে প্রবল বিক্ষোভের মুখে পড়ে শাসকদলের প্রার্থী। বাঁশ, চেলা কাঠ হাতে নিয়ে তাঁকে তাড়া করতে দেখা যায় গ্রামবাসীদের। সুজাতার অভিযোগ, ওই কেন্দ্রে বুথ দখল করেছিল বিজেপি। তিনি খবর পেয়ে সেখানে যান। তারপরই তাঁর উপরে হামলা করেন বিজেপি কর্মীরা। প্রাণনাশের চেষ্টা করা হয়। তাঁর দাবি, 'ঘটনাস্থলে পৌঁছতেই একে মেরে দে একে মেরে দে বলে তেড়ে আসে বিজেপি লোকেরা।' ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে তৃণমূল। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে আরামবাগের আরাণ্ডির মহল্লাপাড়া এলাকায় একটি বুথ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান সুজাতা। তৃণমূলের অভিযোগ, গিয়েই বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। আর সুজাতার অভিযোগ, “এখানকার তৃণমূলের ভোটারদের ভয় দেখাচ্ছে বিজেপি। বুথ দখলের চেষ্টা চালাচ্ছে। শেষ কয়েক দিন ধরেই এই সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আমি আসার পর আমার সঙ্গে তৃণমূলের ভোটাররা ভোট দিতে বেরিয়ে পড়েছেন।’’ তারপরেই তাঁকে আক্রান্ত হতে হয়। দুপুরের দিকে আরও একটি বুথের পরিস্থিতি দেখতে গেলে তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। সে বার তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।  সে বার তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।

మరింత సమాచారం తెలుసుకోండి: