জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত শঙ্খ ঘোষের মতো নক্ষত্রের পতনের রেশ কাটতে না কাটতে ফের দুঃসংবাদ সাহিত্য জগতে। এবার করোনায় আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বর্তমানে একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর বয়স হয়েছে ৮৬। তাঁর মেয়ে ও গাড়ির চালকও আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। বুকে সর্দি রয়েছে, সঙ্গে কাশিও। উপসর্গ থাকায় কোভিড টেস্ট করান তিনি। রিপোর্ট পজিটিভ আসে। তবে অবস্থার অবনতি হয়নি তাঁর। ‘ঋজুদা’র স্রষ্টা ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’র মতো উপন্যাস লিখেছেন।

অন্যদিকে, দেশে করোনা পরস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লক্ষের কাছাকাছি মানুষ। এমন অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার। কোভিড আক্রান্তদের যতটা সম্ভব সাহায্য করার জন্য এগিয়ে এলেন অভিনেতা। প্রাক্তন ক্রিকেটার, রাজনীতিবিদ গৌতম গম্ভীরের দিল্লি কেন্দ্রিক সমাজসেবী সংস্থাকে ১ কোটি টাকা দিলেন। স্বয়ং গৌতম সে কথা টুইটারের মাধ্যমে জানিয়েছেন অনুরাগীদের। প্রসঙ্গত, গত বছর পিএম কেয়ারস ফান্ডেও ২৫ কোটি টাকা দিয়েছিলেন অভিনেতা। গৌতমের মতে, এই অন্ধকার সময়ের প্রত্যেকটা সাহায্যই আশার আলো হয়ে আসে। অক্ষয় কুমারকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন তিনি। অভিনেতার দেওয়া টাকা অসহায়দের খাবার, ওষুধ এবং অক্সিজেন জোগাতে কাজে লাগবে বলে জানিয়েছেন গৌতম। দিন কয়েক আগে ‘রাম সেতু’ ছবির শ্যুটিং চলাকালীন অক্ষয় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রথমে নিজের বাড়িতে নিভৃতবাসে থাকলেও, পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। গত ১২ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেতা।

మరింత సమాచారం తెలుసుకోండి: