কাশ্মীরের স্থানীয় এক সংবাদমাধ্যমকে বিয়ের পর সরফারজ বলেছেন, ‘‘এটাই হয়তো আমার ভাগ্যে ছিল, কাশ্মীরে বিয়ে হবে সেটা পুরোটাই ভাগ্যের বিষয়। ভারতের হয়ে খেলারও সুযোগ পাব এক দিন।’’ সরফরাজের বিয়ের খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। নতুন জীবনের জন্য সরফরাজ এবং তাঁর স্ত্রীর শুভ কামনা চেয়েছেন তাঁর সতীর্থরাও। সরফরাজের নব বিবাহিত স্ত্রী জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার বাসিন্দা। দু’জনের ছবি দেখে খুশি ক্রিকেটপ্রেমীরাও।
ডানহাতি ব্যাটার সরফরাজ খান এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ৩৭টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৩৫০৫ এংব তাঁর ঝুলিতে ১৩টি শতরান রয়েছে। রঞ্জি ট্রফিতে তাঁর ব্যাট থেকে এসেছে ২৫৬৬ রান। ২৫ বছর বয়সি এই তরুণ ক্রিকেটারের চোখে ধরা পড়েছে জেদ। অনেকের ধারণা সেই জেদের জন্যই ভারতীয় দলে ব্রাত্যই থেকে যেতে হয়েছে সরফরাজ খানকে।
click and follow Indiaherald WhatsApp channel