বাংলায় করোনায় মৃত্যু সংখ্যা ১৫ ছুঁয়েছে। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে রাজ্যে এসছিল কেন্দ্রীয় দল। তবে এদিনের সংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার নামে কুৎসা রটানোর চেষ্টা চলছে। তিনি বলেন, ‘‘কেন্দ্র র্যাপিড টেস্টের জন্য ১০ হাজার কিট দিয়েছিল। কিন্তু সেই কিট কেন্দ্র আবার ফেরতও নিয়ে নিয়েছে। কারণ, ওই কিট ত্রুটিযুক্ত। ফেরত নেওয়া হয়েছে কোভিড টেস্টের পিসিআর কিটও।’’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘বাংলার বদনাম করার চেষ্টা হচ্ছিল। বাংলার নামে কুৎসা রটানো হচ্ছিল।”
অন্যদিকে, ২১ দিন লকডাউনের পর ফের দু’সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন বেড়ে হয়েছে ৩ মে পর্যন্ত। তবে এই ঘোষণার পরই করোনা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। দেশ জুড়ে ১৭০টি করোনা হটস্পট বেছে নিয়েছে কেন্দ্র। যার মধ্যে এ রাজ্যে রয়েছে ৪টি জেলা। আবার নন হটস্পট ২০৭টি জেলাও চিহ্নিত করেছে কেন্দ্র। যার মধ্যে এ রাজ্যে রয়েছে ৮টি জেলা। কলকাতা ছাড়াও রাজ্যের হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনাকেও ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। আর নন হটস্পট জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া দেশের ৬টি মেট্রো শহরকে করোনা হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। কলকাতা ছাড়াও ‘হটস্পট’ হিসাবে ঘোষণা করা হয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর ও আগ্রাকে।
click and follow Indiaherald WhatsApp channel