ইচ্ছে ছিল প্রেমিকের সঙ্গে ক্যাফে খোলার। কিন্তু পরিবারের নাম ডোবাবে বলে সম্মতি দেননি বাবা। কিন্তু মায়ের সঙ্গে কথা বলেই শেষমেষ পালিয়েছিলেন ঋতাভরী। তারপর প্রেমিক আয়ষ্মানের সঙ্গে ক্যাফেও খুলেছিলেন। এই ঘটনা নিয়ে ২০১৭ সানে ‘ওরে মন’ মিউজিক ভিডিয়োটি রিলিজ করেছিল। তবে সম্প্রতি, ২০ মিলিয়নের বেশি মানুষ মিউজিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। আর একথা শেয়ার করেছেন ঋতাভরী চক্রবর্তী নিজেই। সেকারণেই 'ওরে মন' (Orrey Mon) মিউজিক ভিডিয়োটি নতুন করে আলোচনায় উঠে এসেছে।
click and follow Indiaherald WhatsApp channel