তাঁর অভিনয় ক্ষমতা তাঁকে বলিউডে পায়ের তলার জমি শক্ত করেছে। বলিউড পেয়েছে এক ভার্সেটাইল অভিনেত্রী। তিনি ভূমি পেডনেকার। এবার এক স্পটবয়কে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী। উপেন্দ্র সিং নামে এক স্পট বয়ের স্বপ্ন পূরণে তাঁর ভূমিকা প্রকাশ্যে এসেছে। উপেন্দ্রর কথায়, ‘ভ্যানিটি ভ্যানের ব্যবসা নিয়ে আমি অনেক দিন ভেবেছি। কিন্তু ভূমিদিদি আমাকে যখন এগিয়ে যেতে বললেন, তখন নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি সব সময় দিদির কথাই বলব। কারণ নিজের ব্যবসা শুরু করার সাহস তিনিই আমাকে দিয়েছেন। মনে মনে ভগবানকে বললাম, ভূমিদিদির সব ছবি যেন হিট হয়।’
click and follow Indiaherald WhatsApp channel