শনিবার বিকেল নাগাদ ১৫৬, রবীন্দ্র সরণিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতলের বারান্দার একাংশ। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, বেশ কয়েক জন আহতও হয়েছেন। খবর পেয়েই দ্রুত উদ্ধারকার্যে নেমেছে দমকল। শনিবার ঘটনাটি ঘটেছে বিকেল ৫টা নাগাদ। বারান্দার একাংশ ভেঙে পড়ার পর ওই ধ্বংসস্তূপে যাঁরা আটকে পড়েছিলেন, চিকিৎসার জন্য তাঁদের বিশুদ্ধানন্দ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে রাজীব গুপ্ত (৪৭) এবং মহম্মদ তৌফিক (২০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজীব। অন্য দিকে, গোঁরাচাঁদ রোডের বাসিন্দা তৌফিক স্কুটার চালিয়ে যাচ্ছিলেন।

অন্যদিকে, দেশজুড়েই কয়লার আকাল দেখা দিয়েছে। সমস্যার সমাধান না হলে দেশজুড়ে বিদ্যুতের বিপুল ঘাটতি দেখা দিতে পারে। কয়েকদিন আগে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রী। দেশজুড়েই কয়লার আকাল দেখা দিয়েছে। সমস্যার সমাধান না হলে দেশজুড়ে বিদ্যুতের বিপুল ঘাটতি দেখা দিতে পারে। কয়েকদিন আগে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রী। এবার সেই কথাই বললেন দিল্লির বিদ্যুত্ মন্ত্রী। দিল্লির বিদ্যুত্ মন্ত্রী সত্যেন্দ্র জৈন শনিবার জানিয়েছেন, 'আগামী ২ দিনের মধ্যে দেশের তাপবিদ্যুত্ কেন্দ্রগুলিতে কয়লার সরবারহ ঠিক না হলে অন্ধকারে ঢুবে যেতে পারে দিল্লির একটি বড় অংশ। যেসব তাপ বিদ্যুত্ কেন্দ্রগুলি দিল্লিতে বিদ্যুত্ সরবারহ করে তাদের একমাসের কয়লা মজুত থাকা উচিত। কিন্তু হাতে রয়েছে মাত্র ১ দিনের কয়লা। কোভিড পরিস্থিতিতে অক্সিজেন ঘাটতির মতো এটিও ম্যান মেড। '

మరింత సమాచారం తెలుసుకోండి: