তিনি বিদ্যা বালান। নারী কেন্দ্রীক চরিত্রে বলিউডে অভিনয় করে নিজের অভিনয় ক্ষমতার পরিচয় অনেকদিন আগেই দিয়ে দিয়েছেন। আর তাঁর আপডেট জানতে অনুরাগীরা সবসময় অপেক্ষা করেন। সম্প্রতি একটি ভিডিয়োটি পোস্ট করেছেন বিদ্যা। সেখানে দেখা যাচ্ছে, চার মহিলা তাঁদের শরীরের সাদা, কালো এবং হলুদ রং করেছেন। প্রথমে দেখলে বোঝার উপায় নেই তাঁরা কী এঁকেছেন। কিন্তু কয়েক সেকেন্ড পরেই তাঁরা একটি মঞ্চের মতো জায়গায় উঠে বসেন। চার মহিলা নিজেদের নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে বা বসে পড়েন। এবার আস্তে আস্তে ফুটে ওঠে আসল অবয়ব, একটি বাঘ। আধ-শোয়া অবস্থায় সেই বাঘ আবার লেচ নাড়াচ্ছে। প্রথমেই যদি কেউ সম্পূর্ণ অবস্থায় বাঘটিকে দেখেন তবে বোঝার উপায় নেই যে, সেটি চার নারীর শরীরী বিভঙ্গের যোগফল।
click and follow Indiaherald WhatsApp channel