কৃতী শ্যানন। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। বেশ কয়েক বছর হলো বলিউড ইন্ডাস্ট্রিতে। তাই পায়ের তলার মাটিও মোটামুটি শক্ত। তবে এর অন্যতম মূল কারণ তাণর অভিনয়। হিরোপন্থি দিয়ে বলিউডে তাঁর ক্যারিয়ার শুরু হলেও, দিলওয়ালে ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম সিনেমা। তবে এই সুন্দরী অভিনেত্রী বেশ মেধাবীও ছিলেন। আদপে নয়াদিল্লির মেয়ে কৃতির জন্ম হয় ১৯৯০ সালে। প্রথমে দিল্লি পাবলিক স্কুলে এবং পরে জেপি ইনস্টিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাশ করেন তিনি। ছোট থেকেই কৃতি ছিলেন বেশ মেধাবী। কৃতির বাবা ছিলেন চার্টার্ড অ্যাকাউনট্যান্ট। মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। কৃতির সিনেমা জগতে আসা প্রায় হঠাৎ করেই। বিজ্ঞাপনের কাজ দিয়ে গ্ল্যামার জগতে প্রবেশ তাঁর। সিনেমার জগতে তাঁর হাতেখড়ি কিন্তু বলিউড ছবি দিয়ে নয়। ২০১৪ সালে তেলুগু ছবি দিয়েই মডেল থেকে অভিনেত্রী হন কৃতি।
click and follow Indiaherald WhatsApp channel