কটাক্ষের মুখে পড়া সেলিব্রিটিদের কাছে নতুন কোন বিষয় নয়। কখনো কোন কমেন্ট নিয়ে, কখনো পোশাক নিয়ে আবার কখনো পার্সোনাল লাইফ নিয়ে। এবার কটাক্ষের শিকার হলেন প্রিয়াঙ্কা চোপড়া, তাঁর স্বামীর সাথে বয়সের ফারাক নিয়ে। সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ ভেসে এলো ‘স্ত্রী নয়, নিকের মা মনে হচ্ছে তাঁকে’
হোলি উপলক্ষে স্বামী নিককে নিয়ে পুনেতে গিয়েছেন প্রিয়ঙ্কা। নিকের প্রথম হোলি। তাই একটু অন্য রকম ভাবেই দিন কাটানোর প্ল্যান ছিল তাঁর। মঙ্গল বার সকালে ইনস্টাগ্রামে নিকের সঙ্গে রঙে মাখা ছবি পোস্ট করেন প্রিয়ঙ্কা। “জীবনের বেশ কিছুটা সময় রঙিন হয়েই কাটছে আমাদের। সবাইকে হোলির অনেক শুভেচ্ছা”, ক্যাপশনে লেখেন প্রিয়ঙ্কা।
সেই পোস্টেই নানা কটূক্তি আসতে থাকে যদিও কেউ কেউ নিক প্রিয়াঙ্কার হয়ে লেখেন “খারাপ কথা লেখার থাকলে নিজের প্রোফাইলে গিয়ে লিখুন।” আর এক জন লিখেছেন, “এক জন স্বামী যদি স্ত্রীর থেকে বছর দশেকের বড় হয় তখন আপনাদের এই নীতি পুলিশগিরি কোথায় থাকে? স্ত্রী যদি বড় হয় তখনই বিশাল সমস্যা হয়ে যায় আপনাদের?”
click and follow Indiaherald WhatsApp channel