টেস্ট ক্রিকেটে পুরুষদের ম্যাচে মহিলা আম্পায়ার। ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে নাম তুললেন ক্লেয়ার পোলোসাক (Claire Polosak)। ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাচ্ছেন পোলোসাক। 

তবে এটাই প্রথম নয়। এর আগে নামিবিয়া বনাম ওমান পুরুষদের একদিনের ম্যাচেও আম্পায়ার ছিলেন পোলোসাক। পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ার হিসেবে দেখা গিয়েছিল পোলোসাককে। বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকারস বনাম মেলবোর্ন স্টারসের ম্যাচেও আম্পায়ারের দায়িত্ব সামলেছিলেন তিনি। মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৫ বছর বয়স থেকে আম্পায়ারিং শুরু করেছিলেন পোলোসাক। তিনি বলেন, “আমি কখনও ক্রিকেট খেলিনি, কিন্তু নিয়মিত খেলা দেখতাম। মা-বাবাই নিয়ে আসেন আম্পায়ারিংয়ে। বাবা রোজ গাড়ি করে পৌঁছে দিতেন আম্পায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে। অনেকবার পরীক্ষা দেওয়ার পর পাশ করতে পেরেছি।” 

మరింత సమాచారం తెలుసుకోండి: