অন্যদিকে, ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছেন কঙ্গনা রানাউত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেল। এমনই অভিযোগে এবার ফের দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছে কঙ্গনা রানাউত এবং তাঁর দিদির বিরুদ্ধে। আর এই ঘটনার পরই নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। কঙ্গনা টুইটারে লেখেন, ''রানী লক্ষ্মীবাঈ-এর দুর্গ ভাঙা হয়েছিল, তেমন আমারও বাড়ি ভাঙা হয়েছে। যেমন সাভারকরকে বিদ্রোহের জন্য কারাগারে বন্দী করা হয়েছিল, তেমনই আমাকেও জেলে পাঠানোর যথাসাধ্য চেষ্টা চলছে, এই অভ্যন্তরীণ দেশে কত লোক কতটা অসহিষ্ণুতা সহ্য করেছে, তা কেউ জিজ্ঞাসা করেনা।'' কঙ্গনার এই টুইটের পরই নেটিজেনদের একাংশ ''চুপ কর কঙ্গনা'' হ্যাশ ট্যাগ ট্রোল করতে শুরু করেন।
click and follow Indiaherald WhatsApp channel