বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছেন কঙ্গনা রানাউত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেল। এমনই অভিযোগে এবার ফের দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছে কঙ্গনা রানাউত এবং তাঁর দিদির বিরুদ্ধে। আর এই ঘটনার পরই নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। কঙ্গনা টুইটারে লেখেন, ''রানী লক্ষ্মীবাঈ-এর দুর্গ ভাঙা হয়েছিল, তেমন আমারও বাড়ি ভাঙা হয়েছে। যেমন সাভারকরকে বিদ্রোহের জন্য কারাগারে বন্দী করা হয়েছিল, তেমনই আমাকেও জেলে পাঠানোর যথাসাধ্য চেষ্টা চলছে, এই অভ্যন্তরীণ দেশে কত লোক কতটা অসহিষ্ণুতা সহ্য করেছে, তা কেউ জিজ্ঞাসা করেনা।'' কঙ্গনার এই টুইটের পরই নেটিজেনদের একাংশ ''চুপ কর কঙ্গনা'' হ্যাশ ট্যাগ ট্রোল করতে শুরু করেন। 

మరింత సమాచారం తెలుసుకోండి: