দুয়ারে রেশন প্রকল্পের ট্রায়াল শুরুর কথা ছিল ১ সেপ্টেম্বর থেকে। কিন্তু পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সেই ট্রায়াল নির্দিষ্ট দিনে শুরু করা যাচ্ছে না বলে খাদ্য দফতরকে (Food & Supplies Department) জানিয়ে দেয় রেশন ডিলাররা। আরও ১৫ দিন পিছিয়ে এই কাজ শুরু করা যেতে পারে বলে ডিলারদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারপরই সিদ্ধান্ত হয় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। প্রত্যেকটি জেলার ৫ থেকে ১৫ শতাংশ রেশন, ডিলাররা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। এ জন্য রেশন ডিলারদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা গাড়ি কেনার ভর্তুকি দেবে রাজ্য খাদ্য দফতর। 

শনিবার এই কর্মসূচি চালুর আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করে দিয়েছে খাদ্য দফতর। ১৭ পাতার নির্দেশিকায় প্রকল্পের বিস্তারিত খুঁটিনাটির উল্লেখ করা হয়েছে। নির্দেশকায় বলা হয়েছে, আপাতত পাইলট প্রোজেক্ট চালু হচ্ছে। জানা গিয়েছে, আগামী নভেম্বর মাসের মধ্যেই আমরা ৭০ থেকে ৮০ শতাংশ বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। প্রকল্প শুরুর লক্ষ্যে ইতিমধ্যেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও দফতরের শীর্ষ আধিকারিকরা জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠকও করেছেন। প্রকল্প শুরুর লক্ষ্যে ইতিমধ্যেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও দফতরের শীর্ষ আধিকারিকরা জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠকও করেছেন। প্রকল্প শুরুর লক্ষ্যে ইতিমধ্যেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও দফতরের শীর্ষ আধিকারিকরা জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠকও করেছেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: