আসন্ন পুরসভা ভোট। আর এই পুরসভা ভোটে ডেঙ্গি ইস্যুকেই বড় করে এগোতে চলেছে বিজেপি। এককথায় বলা যেতে পারে বুধবারের পুরসভা ঘেরাও অভিযান ছিল তারই অঙ্গ। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট ডেঙ্গু নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে রাজ্যের থেকে।

 

এদিন প্রায় দশ দফা নিয়ে পুরসভা অভিযান শুরু করে বিজেপির যুব মোর্চা। আর এই অভিযান ঘিরেই ধুন্ধুমনার বাঁধল ধর্মতলা চত্বর। এ দিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে জমায়েত হতে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক, ধর্মতলা চত্বরে। ডেঙ্গির প্রতিবাদে মশারির ভিতরে কর্মীদের রেখেও মিছিল করে বিজেপি। মিছিলে যোগ দেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা। চাঁদনি চকে পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে পুলিশ জল কামান ছোঁড়ে। এমনকী বিজেপি কর্মী থেকে নেতাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ শুরু করে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে কয়েক জনকে চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজু বন্দ্যোপাধ্যায়-সহ ৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এমনটাই জানিয়েছে বিজেপি। ফাটানো হয় কাঁদানো গ্যাসের শেলও।   

 

এক নজরে

 

• রাজু বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করল পুলিশ

 

• জলকামানে আহত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়

 

• ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেও ব্যর্থ হন বিজেপি কর্মীরা

 

• তার জেরে ছত্রভঙ্গ বিজেপি নেতা-কর্মীরা

 

• লাঠিচার্জও করে পুলিশ

 

• ফাটানো হয়েছে কাঁদানে গ্যাসের শেলও

 

• বিজেপি কর্মীদের আটকাতে পুলিশের জলকামান

 

• চাঁদনি চকে পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা বিজেপি কর্মীদের


మరింత సమాచారం తెలుసుకోండి: