অভিনেতা খেকে প্রযোজক হওয়ার পর
দেবের প্রডাকশন হাউজ থেকে যত ছবি বেরিয়েছে তার সবকটাই ভিন্ন স্বাদের ছবি। অর্থাত
যে কনসেপ্ট নিয়ে আগে খুব একটা কাজ হয়নি সেই কনসেপ্চ নিয়েই ছবি তৈরি করেছেন দেব। অবশ্য
দেব যে অন্য ধারার ছবি করতে চান সেটা বরাবরই বলেছেন। সেই কারণেই তাঁর প্রডাকশন
হাউজ থেকে ককপিট, কবীরের মতো ছবি বেরিয়েছে। এবার দেবের প্রডাকশন হাউজ থেকে নতুন
ছবি ‘হবুচন্দ্র রাজা
গবু চন্দ্রমন্ত্রী।’ যা আমাদের
ছেলেবেলার রূপকথায় ফিরিয়ে নিয়ে যাবে বলেই আশা। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ‘হবুচন্দ্র রাজা গবু চন্দ্রমন্ত্রী’র শ্যুটিংয়ের ছবি।
এই সিনেমার গল্প বম্বাগড়ের রাজা আর মন্ত্রীকে নিয়ে। এই বম্বাগড় রাজ্যে রাজা হলেন হবু চন্দ্র আর তাঁর মন্ত্রী গবু চন্দ্র। রাজার রাণীও রয়েছে। তাঁর নাম কুসুমকুমারী। এ রাজ্যে সবাই সুখে দিন যাপন করেন। সবাই রাজার গুনগান গান। ছোটদের এই ছবি নিয়ে যারপরনাই উৎসাহিত বাঙালি দর্শক। এককথায় হারিয়ে যাওয়া ছেলেবেলার রূপকথা ফিরিয়ে দিচ্ছেন দেব।
ছবিটি পরিচালনা করছেন অনিকেত চট্টোপাধ্যায়। রাজার ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে, রাণীর ভূমিকা অর্পিতা চট্টোপাধ্যায়। আর গবু চন্দ্র মন্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। কবীর সুমন এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন। তাঁকে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতেও দেখা যাবে ‘হবুচন্দ্র রাজা গবু চন্দ্রমন্ত্রী’ সিনেমায়। দেবের প্রডাকশন হাউজ থেকে অনিকেত চট্টোপাধ্যায়ের এ ধরনের গল্প বানানোর খবর ছড়িয়ে পড়তেই সিনেপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে উৎসাহ তৈরি হয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel