প্রথম প্রস্তুতি ম্যাচে লড়াকু হাফ সেঞ্চুরি করেছিলেন ঋদ্ধি। শনিবার সিডনিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আক্রমণাত্মক সেঞ্চুরি করলেন পন্থ, যা ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা গোলাপি বলে টেস্টের আগে উইকেটকিপার বাছাইয়ের কাজ কঠিন করে তুলল। ঋষভ দিনের শেষে ৭৩ বলে ১০৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে অপরাজিত রইলেন। দিনের শেষ ওভারে তিন অঙ্কের রানে পৌঁছলেন বাঁ-হাতি। ওই ওভার শুরুর সময় তিনি ৮১ রানে ব্যাট করছিলেন। সেখানে থেকে ২২ রান তুলে পৌঁছন সেঞ্চুরিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর সপ্তম শতরান। ১৪১.১০ স্ট্রাইক রেট রেখে মারলেন ৯টি চার ও ৬টি ছয়। ২৩৯ রানে ৪ উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন তিনি। হনুমা বিহারির সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটের জুটিতে ১৪৭ রান যোগ করে তিনি দলকে পৌঁছে দিলেন ৩৮৬ রানে। যার ফলে এখন ভারতের লিড দাঁড়াল ৪৭২ রানের।

১৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলতে নামার আগে সিডনিতে তিন দিনের দিন রাতের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। যদিও এই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। দলকে নেতৃত্ব দেন আজিঙ্কে রাহানে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। 

మరింత సమాచారం తెలుసుకోండి: