একইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ ও আগামীকাল ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। ঘন কুয়াশা হতে পারে মুর্শিদাবাদ জেলাতেও। এছাড়া অন্যান্য জেলাতেও জলীয় বাষ্প থাকার কারণে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই জলীয় বাষ্পের কারণেই তাপমাত্রা বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে দক্ষিণা বাতাসের প্রভাব থাকবে।
এদিকে সপ্তাহান্তে দার্জিলিঙে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পংয়েও। আবহাওয়া সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা মোটামুটি একইরকম থাকবে।
click and follow Indiaherald WhatsApp channel