আইপিএলের ফাইনালের আগেই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিলেন, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি২০ সিরিজে ক্রিকেটারদের আর জৈবদুর্গের মধ্যে থাকতে হবে না। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘‘আইপিএলেই শেষ বারের মতো ক্রিকেটারদের জৈবদুর্গের মধ্যে থাকতে হচ্ছে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আর জৈবদুর্গের মধ্যে থাকতে হবে না কাউকে। তবে নিয়মিত করোনা পরীক্ষা করা হবে।’’ এ বারের আইপিএল চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের দুই ক্রিকেটার ও চার জন সাপোর্ট স্টাফ। পরিস্থিতি সামলাতে দিল্লির ম্যাচ পুণে থেকে মুম্বইয়ে সরানো হয়েছিল। দিল্লির প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয়েছিল মাঠে ঋষভ পন্থদের সঙ্গে যেন কেউ হাত না মেলান। অবশ্য দিল্লি ছাড়া অন্য কোনও দলের ক্রিকেটার করোনা আক্রান্ত হননি। জৈবদুর্গের মধ্যে সুস্থই ছিলেন তাঁরা। দেশে করোনা সংক্রামিতের সংখ্যাও এখন অনেক কম।

অন্যদিকে, আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। সুপার সানডে-র ম্যাচে চোখ থাকবে রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ওপর। চলতি আইপিএলে ১৬ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন চাহাল। সমসংখ্যক উইকেট পেয়ে পার্পল ক্যাপ রয়েছে আরসিবি-র ওয়ানিন্দু হাসারঙ্গার মাথায়। কারণ তাঁর ইকনমি রেট চাহালের থেকে ভাল। ফাইনালে আর একটি উইকেট পেলেই চাহাল বেগুনি টুপি নিয়ে নেবেন হাসারঙ্গার থেকে। এদিন হরিয়ানার স্পিনার যদি তিন উইকেট পান, তাহলে রাজস্থানের ১৫ বছরের লিগ ইতিহাসে এক মরশুমে সর্বাধিক উইকেটশিকারি হয়ে যাবেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: