গত ১৫ বছরে তাঁর করা কোন ছবিই এতটা সাফল্য পায়নি। কবীর সিং সব মাত্রা ছাড়িয়ে গিয়ে প্রায় ২৭০ কোটি টাকার ব্যাবসা করেছে।আর সেই সাফল্যই কি তাঁর ব্যাবহারের পরিবর্তনের কারন?এমনিতেই বিটাঊনে তাঁর অ্যাটিটিউডের গল্প বহুল প্রচলিত।এই ছবির পরেই নিজের পারিশ্রমিক ৭ কোটি থেকে ৩৩ কোটি করে দেওয়াই উঠছে প্রশ্ন।
নিখিল আদবানীর আগামী ছবিতে কাজের কথা ছিল।রাম মাধবানির ছবিতেও তিনি এবং ঈশান খটটর ছিলেন।কিন্তু কবির সিং হিট করার পরই তাঁর আচরণে পরিবর্তন দেখা দিয়েছে বলে মত তাঁদের।ক্রিয়েটিভ বিষয় নিয়ে মতামত দেওয়ার সাথে সাথে বিশাল অঙ্কের পারিশ্রমিক হেঁকেছেন তিনি।
স্বভাবতই দুই পরিচালকই আর শাহিদকে নিতে ইচ্ছুক নন।তাঁদের মধ্যে কথা কাটাকাটিও হয়।অন্য আর এক নায়কের সঙ্গে কথাও হয়ে গিয়েছে।ইন্ডাস্ট্রির অধিকাংশের মতে ‘কবির সিং’ এর সাফল্যের কারন গল্প ও ট্রিটমেনট। শুধুমাত্র শাহিদের জন্য ছবিটি হিট নয়।যদিও তাঁর অভিনয় প্রতিভাকে কেও ছোট করে দেখছেননা।কিন্তু এহেন আচরণের জন্য হাতে আসা সাফল্য যেন পিছলে বেরিয়ে না যায়।
click and follow Indiaherald WhatsApp channel