প্রথমে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক, তারপর কবীর সিং। এরপর আর তাঁকে পিছনে পিরে তাকাতে হচ্ছে না। তিনি কিয়ারা আডবাণী। তিনি এখন পরিচালকদের পছন্দের তালিকায় প্রথমের দিকে। সম্প্রতি ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে টপলেস অবতারে ধরা দিয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। উন্মুক্ত শরীরে কাপড়ের লেসমাত্র নেই কিয়ারার। শরীর ঢাকতে কিয়ার হাতে ছিল শুধুই একটি কচুপাতা।
click and follow Indiaherald WhatsApp channel